ধাপ-১ঃ প্রথমে সাইট এ “Become an Instructor” বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
ধাপ-২ঃ তারপর রেজিস্ট্রেশন ফরমটি পুরন করুন। ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই valid হওয়া লাগবে।তাছাড়া একাউন্ট active হবেনা । এরপর Register বাটন এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ ফরমটি submit করবার পর আপনার ইমেইল এ একাউন্ট এক্টিভেট এর লিংক যাবে , লিংকটিতে ক্লিক করুন। সাথে সাথে আপনার একাউন্ট এক্টিভ হয়ে যাবে।